Boys Life written by Abdun Nur - Phone price in bd|Best camera phone|Latest phone in bd|Make money onilne|Business idea|Blogging

phone price in bd,best camera phone,latest phone in bd,make money onilne,business idea,blogging,start a blog,blogs

Home Top Ad

Post Top Ad

Translate to Your Language

2021-09-02

Boys Life written by Abdun Nur

Life:

আমি আমার এই পোস্ট এ বুঝাইতে চেয়েছি যে ছেলে সন্তান গুলোর জীবন কেমন হয়।
life


জন্মের পর থেকেই একটা ছেলেকে অনেক বাধা পার করে জীবনে বেড়ে উঠতে হয়।অনেক সমস্যার সমাধান করেই সামনে এগিয়ে যেতে হয়। শুধু এগিয়ে যাওয়ায় নয় তাকে নাকি ভালো একটা ক্যারিয়ার গড়তে হবে নইলে সে বিয়ের জন্য মেয়ে পাবে না। কোনো মেয়ের বাবা নাকি ভালো ক্যারিয়ার না থাকা কোনো ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিতে কোনো ভাবেই ইচ্ছুক নয়। অথচ সেও একজন পুরুষ। কিন্তু পার্থক্য সে একজন মেয়ের পিতা এখন।


চলুন এই পুরো কাহিনি টি বিস্তারিত আলোচনা করি।

একটা ছেলে, জন্মের পর তার একটা সুন্দর নাম রাখা হয় তার আকিকা দেওয়ার পরে। ধীরে ধীরে সে বড় হয় বসতে শিখে তারপর হাটতে শিখে তারপর সে কথাও বলতে শিখে। তারপর সুন্দর ভবিষ্যৎ বিবেচনা করে তাকে স্কুলে ভর্তি করা হয়। কিন্তু সবাই তো আর পড়ালেখা করে জীবনে সফল হতে পারে না। প্রত্যেকটা ছেলে তো আর এক হয় না। কিন্তু উদ্যেশ্য সবার একটায় থাকে তাকে আয় করতে হবে।তাকে সংসার যে করতে হবে। বাবা মা বেশি সচেতন আর শিক্ষিত হলে সে ছেলেগুলোর জীবন একরকম হয়,অসেচতন হলে তাদের জীবন একরকম হয়। কাউকে তো আবার বুদ্ধি বয়স থেকেয় কোনো না কোনো উপায় খুজে নিতে হয়-এর বাবা মা গুলো তার জীবন নিয়ে কোনো পরিকল্পনা করে নি। তবুও সে চেষ্টা করবে তার জীবনটা যেনো তার বাবার মত না হয়ে যায় আবার এর বাবাও চাইবে সন্তান যেনো তার মত না হয়ে যায়। এসব তো স্বাভাবিক।এর মাঝে সে সন্তান বাবা মাকে দোষারোপ করবে এটাই স্বাভাবিক, তবে সব ছেলে না।

এত বাধা বিপত্তি পার করে তার জীবনে একটা প্রেম ও আসে।এত কিছুর মাঝে তার প্রেমিকাকে ভরসা,বিশ্বাস দিতে হয় যে সে তাকে কতটা ভালোবাসে। আর জীবনে যা কিছু হয়ে যাক সে তার প্রেমিকাকে ছেড়ে যাবে না। কিন্তু এত ভরসা,বিশ্বাস, ভালোবাসা দেওয়ার পরেও ঝামেলা আসে। আসুক, সে তো আসবেই সে ঝামেলা পার করতে হয়।সে ছেলে সে ঝামেলা পার করে। যে ছেলে সফলতার পিছনে ছুটতে শুরু করেছিলো সে যেনো তার পথ হারিয়ে ফেলেছে শুধু সে মেয়েকে তার সম্পর্কে প্রমান দিতে দিতে। তার স্বপ্ন কি সে যেনো এটাও ভুলে গেছে শুধু সে মেয়েকে বুঝাতে গিয়ে। সে যেনো আজ জ্ঞান শূন্য। তার জীবনে সফলতা প্রয়োজন শুধুই সে মেয়েটির জন্য কারন সে ছেলেটি তাকেই বিয়ে করতে চাই আর তাদের সন্তান আর সে মেয়েটির যেনো কোনো কষ্ট না হয় সে জন্যই তো এতকিছু। 

boys life


এত বড় বড় চিন্তার মাঝে সে মেয়ের না বুঝতে পারা আর সন্দেহ যেনো সবচেয়ে বড় হয়ে যায়।সে জন্যই তো ছেলে সবকিছু ভুলে যায় সে তখন শুধু তার পিছনেই ছুটে চলে, একদিন সে তাকে পেয়েও যায় কিন্তু মেয়ের একটা কথায় তার মাথার উপর যেনো আকাশ ভেঙ্গে পরে। তোমার কি আছে বিয়ের পর আমাদের সংসার চলবে কিভাবে? তার পিছনে এত সময় দিয়েছে যে সে তার কাজের পিছনে সময় দিতেই ভুলে গেছে। সে মেয়েটি তো আর বুঝবে না, সে প্রশ্ন করে ফেলেছে এখন ছেলেটি কি উত্তর দিবে?


এভাবেই নষ্ট হয় একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় একটা ছেলে। হইতো আরো হাজারো কারনে নষ্ট হয় একটা সম্পর্ক। আর সবসময় কিন্তু মেয়ের দোষ থাকে না। কিন্তু জিজ্ঞেস করে দেখবেন একটা ছেলের চরিত্র যখন মানুষের কাছে ভালো মনে হয় না তখন,আপনি এরকম কেনো? 

the life of bys


সে উত্তরের সামনে আসবে একটা মেয়ে।

মানুষের পরিস্থিতি অনেক কারনে খারাপ হতেই পারে মানুষের পরিবর্তন ও অনেক ধরনের কারনে হতে পারে। কিন্তু একটা অস্বাভাবিক আর বিবেক মনুষ্যত্বহীন মানুষ তৈরী হয়ে উঠে শুধু মাত্র ভালো বাসার অভাবে। কিছু আছে যারা জন্ম থেকেই খারাপ, এরকম মানুষের দেখা পাবেন যখন সফলতার সিড়ি থেকে নিচের দিকে নামতে থাকবেন। যে ব্যাক্তির জন্য নিচে নামবেন সে মানুষগুলোকে খুব খারাপ মনে হবে। কিন্তু ভুল কার এই বিবেচনাটা করলেই বুঝতে পারবেন কে দোষী?  আপনি নাকি সে।

আপনি সৎ আর সত্য থাকলে অপর ব্যাক্তি অবশ্যই খারাপ। আর আপনি দোষী হলে তো আপনি বুঝতেই পারবেন। আর দোষ করার পরেও যদি বুঝতে না পারেন তাহলে আপনিও তো বিবেকহীন। 


এতকিছু পার করে এসে সবাই চাই একটু সুখে থাকতে। আর সে সুখটাই তো হচ্ছে একটা সুন্দর ক্যারিয়ার। এখন নিশ্চয় আপনি বুজে গেছেন আপনার কি করা প্রয়োজন। একটা সিদ্ধান্ত আর স্বপ্ন আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনার স্বপ্ন হতে হবে সুখ। আপনাকে কেউ দুখি বানাইতে পারবে না।

No comments:

Post a Comment

Post Top Ad